আধুনিকতম শিক্ষাসেবা২

Hubrul Ummah Model Madrasha on 23-07-2020

 একটি প্রতিষ্ঠানের গুণগত অবস্থান কীভাবে বোঝা যায়? সন্তানের জন্য কষ্টার্জিত অর্থ ব্যয় করে একজন অভিভাবক যখন তাকে কোথাও ভর্তি করান, তখন তিনি নিশ্চয়ই চান সামর্থ্যের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় তাকে রাখতে। তাকে যদি বলা হয়, কলেজ ঢাকা বোর্ডের ফলাফলের হিসেবে সেরা দশ কলেজের একটি, এই কথাটি শুনে তিনি হয়তো একটি ভালো কলেজ হিসেবে জানবেন। কিন্তু সেটা কতটুকু ‘ভালো’, এই বিষয়টি বুঝতে হলে তাকে জানতে হবে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানটি কী কী উদ্যোগ নিচ্ছে সেগুলো। তাহলেই তিনি বুঝতে পারবেন, কেবল ভালো ফলাফল নয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনন্য হয়ে ওঠার সাথে জড়িত থাকে আরও অনেকগুলো বিষয়। সেই বিষয়গুলোই আজ আমরা তুলে ধরছি এই লেখায়।