অনেক প্রচলিত জাল হাদীস, বানোয়াট আমলের ভীড়ে সহীহ আমলের বই পড়তে চাইলে এই বইটি পড়া আবশ্যক। ছোট ছোট দোয়া, দৈনন্দি
ন ওযীফার সমাহার এই বইটি। দলীল দিয়ে, সুন্দরভাবে বুঝিয়ে খুব আবেগের সাথে লেখা বইটি সবার ঘরেই থাকা উচিৎ। প্রতিদিনের আমলের একটি দিকনির্দেশনা হিসাবে কাজে লাগবে এই অসাধারন কর্মটি
কি কি আছে বইয়ের ভিতর?
প্রথমেই বেসিক কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। তাযকিয়া, বেলায়েত, ইবাদাত, ফরয নফল ইত্যাদি। অবহেলিত কিছু ফরয ও হারামের কথা লেখক মন একরিয়ে দিয়েছেন। আত্মশুদ্ধির বিষয়ে বিস্তারিত এসেছে এর পর। ২য় পরিচ্ছেদ মূলত ওযীফা নিয়েই। সাধারন নেক আমলের কিছু ওযীফা বর্ননা করে তার গুরুত্ব বোঝানো হয়েছে। নামাজের ওযীফা, রোযার, ইলমের দাওয়াতের ওযীফা ও খিদমাতে খালক মানে সৃষ্টির সেবার ওযীফা দিয়েই সাজানো হয়েছে ঐ পরিচ্ছেদ।
৩য় পরিচ্ছেদে এসেছে যিকরের ওযীফা। ফযিলত বর্ননা করে প্রত্যেকটি যিকরের ওযীফার অসাধারন বর্ননা হৃদয় কাড়ে। ৫ ওয়াক্ত নামাজের পরের ওযীফা, দরুদের ওযীফা এছাড়া মাসনুন কয়েকটি দোয়া অর্থসহ তুলে ধরা হয়েছে এখানে।