ড. সাঈদ ইবনু আলি কাহ্তানি রহ.-এর 'হিসনুল মুসলিম' বইটি পড়েননি, এমন মুসলিম মেলা ভার। পাঠক সমাজে কিতাবটি বেশ সমাদৃত হয়েছে। এ যাবৎ বিশ্বের প্রায় ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।
কিন্তু এটা মূল বইয়ের তিনভাগের একভাগ মাত্র। লেখকের 'আয-যিকর ওয়াদ দুআ ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ' গ্রন্থের নির্বাচিত কিছু হাদীস নিয়ে 'হিসনুল মুসলিম' বইটি সংকলন করেছেন। যেখানে দুআ কবুলের শর্ত, নিয়মকানুন, স্থান, দুআ কবুল না হওয়ার কারণ এবং কুরআনি-চিকিৎসা নিয়ে লেখা বিস্তর অধ্যায়-সহ অনেক কিছুই বাদ পড়েছে।
আলহামদুলিল্লাহ, সে দিকটা বিবেচনায় রেখে মাকতাবাতুল বায়ান নিয়ে এলো ড. কাহতানি’র 'আয-যিকর ওয়াদ দুআ ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ' গ্রন্থটির পূর্ণাঙ্গ অনুবাদ 'বান্দার ডাকে আল্লাহর সাড়া'।