গত বইমেলার আলোচিত বইয়ের তালিকায় শীর্ষে রয়েছে প্যারাডক্সিক্যাল সাজিদ-২। এছাড়া 'প্যারাডক্সিক্যাল সাজিদ ১ম পর্বটিও ছিল গত কয়েক বছরের মধ্যে সবচাইতে বেশি বিক্রিত বই।
প্রায় ৩ বছর আগের কথা। পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে 'প্যারাডক্সিক্যাল সাজিদ।' ছাত্র-শিক্ষক থেকে শুরু করে নবীন-প্রবীণ সকলে দলে দলে পড়া শুরু করে বইটি। এই সূত্র ধরেই এলো আরিফ আজাদ ভাইয়ের ২য় বই 'আরজ আলী সমীপে'। এই বইটির ক্ষেত্রেও প্রচুর চাহিদা লক্ষ করা গিয়েছে। তারপর প্যারাডক্সিক্যাল সাজিদ ২ আলোচনার শীর্ষে এলো। সবশেষে এই বছর এলো আরিফ ভাইয়ের নতুন বই বেলা ফুরাবার আগে । এভাবে আল্লাহর ইচ্ছায় ছড়িয়ে পড়ছে সংশয়ের অ্যান্টিডোট। এবং সংশয়ের পথ ছেড়ে মানুষ ফিরে আসছে ইসলামের পথে, বিশ্বাসের পথে।
.
'আরিফ আজাদের সবগুলো বই কোথায় পাবো? দাম কতো?' প্রতিনিয়ত আমাদের নিকট এরকম প্রচুর ম্যাসেজ এসে জমছে।
তাই পাঠকদের ব্যাপক চাহিদার দরুন এবার আমরা নিয়ে এলাম 'আরিফ আজাদ সমগ্র'।