সম্মানিত পাঠক! কুরআন মাজীদে আল্লাহ্ তাআলা মুমিন বান্দাহদেরকে বেশি বেশি তাঁর যিকির করার আদেশ করেন। তাতে দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণ নিহিত রয়েছে। তা কর্তৃক দুনিয়ার শান্তি ও নিরাপত্তা যেমন নিশ্চিত হয় তেনিভাবে তার ভিত্তিতে পরকালে আল্লাহ্ তাআলার ক্ষমা ও মহাপুরস্কার তথা জান্নাত লাভের আশাও করা যেতে পারে।